পটুয়াখালীর সদর উপজেলার বহালগাছিয়া গ্রামে চাঞ্চল্যকর বৃদ্ধ দম্পতি হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটিত হয়েছে। চলতি বছরের জুলাই মাসে সংঘটিত এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আলি হেসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, যিনি ঘটনার দায় স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই রাত থেকে ২১ জুলাই সকাল পর্যন্ত সময়ে অজ্ঞাতনামা আসামিরা বৃদ্ধ দম্পতি আশরাফ আলী হাওলাদার (৭৭) এবং তার স্ত্রী হোসনে আরা বেগমকে (৭০) তাদের নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করে। গ্রেফতারকৃত আলি হেসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি তার ইজিবাইক নিয়ে সঙ্গীসহ চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশ করেন। গৃহকর্ত্রী টের পেলে তাকে কাঠ দিয়ে আঘাত করে হত্যা করা হয়, এরপর তার স্বামী প্রবেশ করলে তাকেও হত্যা করা হয়।
রবিবার দুপুরে পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাঈনুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেত এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানযায়, পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে এবং গোয়েন্দা টিমের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানের মাধ্যমে ১লা নভেম্বর টাউন বহালগাছিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আলি হেসেনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারের পর আলি হেসেন ২রা নভেম্বর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।